জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মাহাবুব মোল্লাকে সংবর্ধনা দিয়েছে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। তাকে ফুল দিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এর আগে মাহাবুব মোল্লা অত্যন্ত দক্ষতার সাথে উপজেলা জাসাসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

৭ জুন শুক্রবার দুপুরে আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়।

আড়াইহাজার পৌরসভা এলাকায় আয়োজিত ঈদ-পূর্ণমিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া ইয়াছমিন পপি, জেলা যুবদল নেতা মাঈনউদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, আড়াইহাজার বিএনপির ক্রীড়া সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, যুবদল নেতা মাছুম শিকারি, সাবেক ভিপি করিব হোসেন, যুবদল নেতা শামীম, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, শ্রমিকদল নেতা সিরাজ, সোহেব ফজলুল ও উপজেলা জাসাসের চলচিত্র বিষয়ক সম্পাদক নুরু মিয়া প্রমুখ।

এসময় মাহাবুব বলেন, ‘বিএনপির দুঃসময়ে যারা দলের নিবেদিতপ্রাণ নেতা তাদের হাতেই দল দায়িত্ব তুলে দিচ্ছেন। বর্তমানে যারা দলের বিভিন্ন অঙ্গসংগঠন থেকে পদপদবী পাচ্ছেন তারা ত্যাগী নেতা। আমি জাসাসের হাইকমান্ডের কাছে চীরঋণী। বিএনপির চেয়ারপাসন ‘গণতন্ত্র’ পুণরুদ্ধারের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী সরকারের সাজানো মামলায় কারাবন্দি রাখা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরেও তাকে জামিন দেয়া হয়নি। অথচ জামিন পাওয়াটা তার সাংবিধানিক অধীকার। আদালত থেকে ধর্ষণ মামলার আসামির জামিন হলেও খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। আমরা কোন দেশে বসবাস করছি?’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তাকে নাগরিক অধিকার থেকে সরকার বঞ্চিত করা হচ্ছে। তাকে জেল থেকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে জাসাস প্রস্তুত রয়েছে।’