সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরের বক্তারকান্দি এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। মাদক বিক্রির ১০ হাজার ৪৫০ টাকাও জব্দ করা হয়। ১১ জুন বিকেলে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ১০জুন সোমবার দিবাগত রাতে র্যাব-১১, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানাধীন বক্তারকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মাদক ব্যবসায়ীরা হলো- মোঃ জসিম, মোঃ আবির হোসেন, শোষেন সূত্রধর ওরফে মুন্না ও মোহাম্মদ হোসেন।
র্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামী মোঃ জসিমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলকায়, মোঃ আবির হোসেনের বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর এলাকায়, শোষেন সূত্রধর ওরফে মুন্নার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় এবং মোহাম্মদ হোসেনের বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।