সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কে দেবে আমাকে এত টাকা? ৬ লাখ টাকা হলে বেঁচে যেতে পারে আমার দুই সন্তানের স্ত্রী মুক্তার জীবন। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা কলেজ রোড নিবাসী সুজন কর রাহুলের সহধর্মিনী মুক্তা রানী কর এর দুইটি বাল্বই নষ্ট হয়ে গেছে। ফলে মৃত্যু শয্যায় প্রহর গুনছেন মুক্তা। আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে সমাজের বিত্তবানফদের প্রতি আকুতি জানিয়ে এমন আক্ষেপ করে কথাগুলি বলেন মুক্তার স্বামী সুজন কর। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। চিকিৎসার খরচও বহন করতে পারছে না তার স্বামী ও পরিবারের লোকজন।
জানাগেছে, দীর্ঘদিন কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় থাকার পর চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু অর্থের অভাবে দেশে ফেরত আসতে হয় তাদের। টাকার যোগান না হলে তার চিকিৎসা করা সম্ভব নয়। আর তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ছয় লাখ টাকা। ছয় লাখ টাকা হলেই পূণরায় দুইটি বাল্ব পরিবর্তন করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসক। আর তা না হলে মুক্তাকে বাঁচানো অসম্ভব হয়ে দাড়াবে।
আরোও জানাগেছে যে, অসুস্থ্য মুক্তার দুই মেয়ে তিশা ও রায়। স্বামী সুজন কর পাগল প্রায় হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অর্থ যোগান দেয়ার জন্য। কিন্তু কারো কাছ থেকে তেমন কোন আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কে দিবে তাকে এতগুলো টাকা? নাকি টাকার কাছে হেরে যাবে মুক্তার জীবন? এই ভেবে শঙ্কিত তার পরিবার। অর্থবিত্ত হৃদয়বান ব্যক্তির কাছে আবেদন জানিয়েছেন মুক্তার পরিবার, কেউ সাহায্যের হাতটি বাড়িয়ে দিলে ফিরিয়ে পেতে পারে দুই সন্তানের জননী মুক্তার জীবন।
সাহায্যের জন্য যোগাযোগঃ সুজন কর রাহুল, আমেরিকা প্রবাসি কাদেরের ভাড়াটিয়া (৬ষ্ঠ তলা) গলাচিপা কলেজ রোড, নারায়ণগঞ্জ। মোবাঃ ০১৬৭৭-৯০০৫১৪