সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলমকে দলীয় শৃংখলাভঙ্গ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে। শাহিন যুবলীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা অপরাধ কর্মকান্ড করায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়।
কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকার এর স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়, কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলম দলীয় শৃংখলাভঙ্গ সহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগের কারনে দলের সিনিয়র নেতাদের দৃষ্টিগোচর হয়। দলের নাম ভেঙ্গে কেউ অপরাধ করলে আওয়ামীলীগ সিনিয়র নেতারা কখনো কাউকে ছাড় দিবে এটা সব সময় বলে আসছে। যার কারনে শাহিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগের কারনে আওয়ামীলীগের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে শাহিনকে বহিস্কার করা হয়। কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার ও সাংগঠনিক সম্পাদক হুমায়নক কবির রতনের সাথে আলোচনা করে শাহিনকে কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ সহ দল থেকে বহিস্কার করা হয়।
এদিকে ১৫জুন শনিবার রাতে কাশিপুর খিলমার্কেট এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরুরী সভার আহবান করা হয়। সভায় আলোচনা করা হয় কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলমের নেতৃত্বে শফির উপর হামলা চালানো হয়। শাহিনের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে দলের সুনাম নষ্ট হওয়ার কারনে শাহিনকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত হয়। পরে কাশিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করে শাহিন আলমকে দল থেকে বহিস্কার করা হয় বলে জানানো হয়।