বন্দরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে সৌদি প্রবাসীর স্ত্রী খুকুমনিকে পিটিয়ে আহত করেছে আমির হোসেন ও তার লোকজন। ওই সময় প্রবাসীর বাড়িঘরে হামলা চালিয়েছে। গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ওই দিন রাতেই আহত খুকুমনির দেবর জাকির হোসেন বাদী হয়ে বন্দর থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকার সৌদি প্রবাসী জসিম উদ্দিন মিয়ার ছেলের সাথে একই এলাকার আমির হোসেন তার স্ত্রী আমেনা বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে সৌদি প্রবাসীর স্ত্রী খুকুমনিকে আমির হোসেনের স্ত্রী অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এর সমাধানও হয়।

এর ধারাবাহিকতায়, ওই দিন রাতে আমির হোসেনের ছেলে শাহীন বাসায় ফিরে ঝগড়া বিবাদের কথা শুনে ফের সৌদি প্রবাসী জসিম উদ্দিনের বসতঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী খুকুমনিকে লোহার রড ও বাশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে আমির হোসেন, তার স্ত্রী আমেনা ও আনোয়ারা মিলে খুকুমনির বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে ঘরে আলমারীতে থাকা নগদ ৯০হাজার টাকা ও ১ভরি স্বর্ণের চেইন লুট করে খুকুমনিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সটকে পড়ে।

আহত খুকুমনির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মাথায় গুরুতর আঘাত দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।