সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৬ হাজার ৯০টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসল খাওয়ানো হয়েছে। দিনভর উপজেলার বিভিন্ন
এলাকায় ২৮৮টি পয়েন্টে দিনব্যাপী কার্যক্রম চলে।
এর আগে ২২ জুন শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে আয়োজিত ক্যাম্পে ইউএনও সোহাগ হোসেন এক শিশুকে ক্যাপসল খাওয়ানোর মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিএইচও ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া, আরএমও ডা. আশাফুল আমীন, ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, ডা. উত্তম দাশ গুপ্ত ও ডা. লিজা প্রমুখ।
ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসল অন্তত শক্তিশালী। এটি শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নির্ধারিত বয়সের কোনো শিশুই যাতে এ কর্মসূচি থেকে বাদ না পরে আমরা প্রতিটি পয়েনট আমাদের তত্ত্ববধানে রয়েছে। এমনকি শিশুদের নিয়ে অভিভাবকরা যাতে ক্যাম্পে আসেন এর জন্য এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।