সোনারগাঁয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাওহিদ উল্লাহের অভিযানে রনি, সৌরব ও আনিস নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রয়ে ব্যবহৃত তাদের কাছ থেকে মটর সাইকেল ও প্রাইভেকার জব্দ করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, ২৪ জুন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ- পরিদর্শক (এসআই ) তাওহিদ উল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানাধীন সোনাখালী বাসস্টান্ড এলাকা থেকে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও একজন পলাতক আসামি সহ ৩জনকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে মটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারা হলো- বন্দর থানাধীন কেওডালা গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নূও মোহাম্মদ ভূঁইয়ার ছেলে রনি, একই উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার জহিরুল ইসলামের ছেলে সৌরব ও সোনারগাঁ উপজেলার মো. মোক্তার হোসেনের ছেলে আনিস।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মটরসাইকেল ও প্রাইভেটকার থানায় জব্দ করা হয়েছে।