রাস্তা থেকে রক্তাক্ত বৃদ্ধাকে তুলে নিয়ে চিকিৎসা করালেন চেয়ারম্যান মাসুম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত এক অসহায় এক বৃদ্ধা মাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলেন ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ। গত ১৯ জুন বৃস্পতিবার রাতে বন্দরের কেওঢালা-উলিপুরা সড়কের শ্রীরামপুর গ্রামের রাস্তার পাশ থেকে বৃদ্ধা মাকে তুলে নিয়ে যান। বর্তমানে মদনপুর বারাকা হসপিটালে ভর্তি রয়েছেন।

গ্রামবাসী জানান, বন্দর উপজেলা ধামগড় ইউপির শ্রীরামপুর গ্রামের উপর দিয়ে বয়ে গেছে কেওঢালা-উলিপুরা সড়ক। এ সড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলাকে রক্তাক্ত অবস্থা কে বা কারা ফেলে রেখে যায়। বৃহস্পতিবার রাতে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

এসময় রাস্তা পাশে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তিনি নিজস্ব প্রাইভেটকার থেকে নেমে গ্রামবাসীর সহযোগীতায় প্রাইভেটকারে তুলে মদনপুর বারাকা হসপিটালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মাকে ভর্তি করার জন্য পরামর্শ দেন। চেয়ারম্যান মাসুম নিজ খরচে বৃদ্ধা মাকে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের জন্য ভর্তি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বৃদ্ধা মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি।