নকল পাঠ্যবই ছাপানোর অভিযোগে র‌্যাবের অভিযানে দুইজন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নকল পাঠ্যবই ছাপানোর অভিযোগে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর অভিযানে দুইজনকে গ্রে প্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান নকল বই উদ্ধার করা হয়েছে। ২৫ জুন মঙ্গলবার গভীর রাতে ঢাকার সূত্রাপুুর ও ডেমরা থানা এলাকায় এই অভিযান চালানো হয়। ২৬ জুন বুধবার বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর আভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানাধীন ১৫নং রূপচাঁদ লেন বাড়ির মালিক নাঈম আহম্মেদ খাঁনের নিচ তলার ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘ভাই ভাই বুক বাইন্ডিং’ এবং ঢাকা জেলার ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডস্থ ‘ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স’ এ অভিযান পরিচালনা করে এনসিটিবি এর অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেণির মূল পাঠ্যবই ছাপানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ভাই ভাই বুক বাইন্ডিং এর মালিক মোঃ নবী খাঁন ও ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স এর ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন।

র‌্যাব জানায়, অভিযানে ঘটনাস্থল হতে এনসিটিবি এর অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা মূল পাঠ্যবইয়ের নকল প্রিন্টেড কপির ৪ হাজার ৫’শ টি বইয়ের সমপরিমান ৪৭টি বান্ডিল ও বাংলা সাহিত্য ও সহপাঠ মূল টেক্স বইয়ের এনসিটিবি এর নকল লোগো সহ ২ বান্ডেল বই উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় কলেজ ও মাদ্রাসার মূল পাঠ্য বইয়ের নকল প্রিন্টেড কপির প্রিন্ট, বাইন্ডিং, সংরক্ষণ ও বিক্রয় করিয়া প্রতারণামূলক ব্যবসা চালিয়ে আসছে। নকল এই পুস্তকগুলোতে অনেক মুদ্রনজনিত ত্রুটি ও তথ্যের বিভ্রাট রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে প্রতারিত ও বিকৃত তথ্যের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও এইচএসসি-তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে নতুন পরিমার্জিত টেক্স বই আগামী ১লা জুলাই থেকে বাজারে প্রদানের লক্ষ্যে এনসিটিবি তথা সরকারের যে প্রয়াস উক্ত কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অনৈতিক লাভের জন্য এই অসাধু বই প্রকাশক ও বিক্রেতা সিন্ডিকেট চক্র এনসিটিবির মূল টেক্স বই নকল করে বাজারজাত করে আসছে।

র‌্যাব জানায়- র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর অনুসন্ধানে এনসিটিবি এর অনুমোদনবিহীন পাঠ্যবই ছাপানো ও বিক্রি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য মঙ্গলবার রাতে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানাধীন ১৫নং রূপচাঁদ লেন বাড়ির মালিক নাঈম আহম্মেদ খাঁন এর নিচ তলার ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘ভাই ভাই বুক বাইন্ডিং’ এবং ঢাকা জেলার ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডস্থ ‘ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স’ এ অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।