সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ২৫ জুন মঙ্গলবার সন্ধায় র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। ১৬ জুন মঙ্গলবার র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ২৫ জুন মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে ৩ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শামাীম, মোঃ ইকবাল হোসেন ও রকিব। এই সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২৮ হাজার ৮’শ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাংরোড এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১’শ থেকে ৫’শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ব্যবসায়ী বা দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর সহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে।

র‌্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২৫ জুন সন্ধ্যায় চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত ৩ জন আসামীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।