সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাড়ায় রূপায়ন টাওয়ারে অবস্থিত দেশী বাজার নামে এশটি সুপার সুপকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। ২ জুলাই মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেশী বাজারকে এই অর্থদণ্ড দেন।
বিকেলে দেশী বাজার সুপার সপে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দেখতে চান বিদেশী অনেকগুলো পণ্যের আমদানীকারকের স্টীকার নেই। ফলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে ট্রেড লাইসেন্স ঝুলানো ছিল না।
ভোক্তা অধিকার-২০০৯ আইনে বিদেশী পণ্যের আমদানীকারকের কোন স্টীকার না থাকায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। সেই সঙ্গে ট্রেড লাইসেন্স প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে নির্দেশ দেন।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- প্রসিকিউশন অফিসার শাহজাহান, পেশকার মনির হোসেন ও পুুলিশের এমসআই রঞ্জন প্রমুখ।