সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পুুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ রয়েছেন ছুটিতে। এমন খবরে নারায়ণগঞ্জ শহরের উদ্ধাস্থ হকাররা একজোট হয়ে আবারো দখলের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (ডিআইও-২) পুলিশ পরিদর্শক সাজ্জাদ রোমন জানিয়েছেন- জেলা পুলিশ সুপার হকারদের বিপক্ষে নয়। তবে ফুটপাত দখল হতে দিবে না। হকারদের নিয়ে চিন্তা ভাবনাও রয়েছে বলেও জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অবৈধ দখলদারকে কোনভাবে ফুটপাতে বসতে দেওয়া হবেনা। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম) বার, (পিপিএম) বার, হকারদের বিপক্ষে নয়। কিন্তু অবৈধভাবে ফুটপাতে কাউকে দখল করতে দেওয়া হবেনা। তাদের জন্য, এসপি, ডিসি, এমপি, মেয়র ভাবছেন।’
জানাগেছে, নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এসপি মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে নামেন। কিন্তু তার কিছুদিনের মাথায় আবারো সেখানে দখল শুরু হয়। এমন পরিস্থিতিতে আবারো জোড়ালো ফুটপাত দখলমুক্ত মাঠে নামেন পুলিশ সুপার। ফুটপাত দখলমুক্ত করায় নারায়ণগঞ্জের কয়েক লাখ মানুষের বাহবাহ পান পুলিশ সুপার।