সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে এক মাদক ব্যবসায়িকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে মাদক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় যা অনাদায়ে আসামিকে আরও ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করেন আদালত।
১০ জুলাই বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মোরসেদ আলম ওরফে মোরসেদুল হক ওরফে গেঞ্জু (৩২) কক্সবাজার জেলার রামু উপজেলা উত্তর মিঠাছড়ি ইউনিয়নের মৃত সিরাজুল হকের ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কেএম ফজলুর রহমান রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৩১মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট থেকে ৭ হাজার ৫’শ পিছ ইয়াবা উদ্ধার সহ গেঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ফতুল্লায় মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এই মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।