সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, প্রি-পেইড মিটার সরকারের উন্নয়ণমূখী একটি প্রকল্প। গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, অপচয় রোধ করা, বিদ্যুৎ সাশ্রয় করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন- গ্রাহকরা যেমন বিদ্যুৎ ব্যবহার করবে তেমন বিল দিবে। এখানে প্রিপেইড মিটার নিয়ে বিরূপ ধারণা পোষণ করার কোন অবকাশ নেই।
১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি সেলিম ওসমান আরো বলেন, বিভিন্ন থানায় গ্রাহকরা প্রতিবাদ করছে, মানববন্ধন করছে, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করছে। এক শ্রেণির লোকজন সরকারের উন্নয়ণকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। যুদ্ধের সময় রাজাকারের ভূমিকায় কিছু লোক কাজ করেছে এখনও আছে। সরকারের আইন বহিঃর্ভূত কোন কিছু করা ঠিক হবেনা। মানুষ এক সময় ঠিকই এর সুফলটা বুঝতে পারবে।