আড়াইহাজারে কীটনাশক খেয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে জরিনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী। খবর পেয়ে ১৫ জুলাই সোমবার সকাল ১০টায় স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জানাগেছে, স্থানীয় রামচন্দ্রী কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত রবিবার রাতের যেকোনো সময় নিজের শোবার ঘরে বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেন ওই নারী। তিনি ওই এলাকার লিয়াকতের স্ত্রী এবং একই এলাকার তাহেরের মেয়ে।

ঘটনার পর গৃহবধূর স্বামী লিয়াকত পালিয়ে গেছে। গৃহবধূর বাবা আবু তাহের বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে লিয়াকতকে প্রধান আসামি করে একটি মামলা করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রামচন্দ্রী এলাকার আবু তাহেরে মেয়ের সঙ্গে বিয়ে হয় একই এলাকার মৃত আবুল কাসেমের ছেলে লিয়াকতের। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল। এরই জেরে প্রায় সময় জরিনাকে নির্যাতন করা হতো।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।