সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করায় হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রী কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী কলেজের সামনের মোগড়াপাড়া-শম্ভুপুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গণির সাথে মঙ্গলবার সকাল ৯টার দিকে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে মুগারচর এলাকায় স্থানীয় অটোরিক্সা চালক রাজা মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় সাথে থাকা অপর প্রভাষক নাছির উদ্দিন অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করলে অটোরিক্সা চালক রাজা মিয়া তাদের সাথে অশোভন আচরণ করে।
এসময় অটোচালক আরো দুই সহযোগীকে সাথে নিয়ে শিক্ষকদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অটোরিক্সা চালক রাজা মিয়া মুগারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এদিকে কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গণি বলেন, নাসির উদ্দিনসহ আমাদের দুই শিক্ষককে অটোরিক্সা চালক লাঞ্ছিত করেছে। আমরা অটোচালকের উপযুক্ত বিচার দাবি করছি।
কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনিকভাবে সভা করেছি। কলেজ কমিটির সভায় চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।