সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ২৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানাভুক্ত আসামি সহ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রোমন জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ১৮ আগষ্ট রবিবার থেকে নারায়ণগঞ্জ জেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সেই আলোকে রবিবার থেকে ২৪ ঘন্টা নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মোট ২০টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ৭ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ২৩টি জি.আর ও ৭টি সি.আর তামিল করা হয়। উক্ত অভিযান অব্যাহত থাকবে।