সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের শিক্ষকদের সতর্ক করে তাদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, নারায়ণগঞ্জ যেনো পত্রিকার শিরোনাম না হয়। তিনি শিক্ষকদের বলেন, আপনারা ভাল থাকলে আমাদের সন্তানেরাও ভাল থাকবে।
২৮ আগস্ট বুধবার সকালে নারায়ণগগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা নারায়ণগঞ্জ সদর উপজেলার সহ-সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্পাদক এস.এম আবু তালেব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এম এ গণি, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ সরকার, শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি ও মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম।
মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সালের নারায়ণগঞ্জ সদর উপজেলায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আলোচনা করা হয়। আগামী ৭ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও অনুষ্ঠানে সকল স্কুলকে বৈধভাবে কাগজপত্র জমা দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।