দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। সোনারগাঁয়ের যেখানেই কায়সার সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণা ও নেতাকর্মী সমর্থক ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছেন আওয়ামীলীগের সাবেক এই এমপি। সোনারগাঁয়ের একজন সহজ সরল সাদা মনের এমপি হিসেবে নারী ও যুবক ভোটারদের কাছেও প্রিয় এখন কায়সার হাসনাত।
১৪ ডিসেম্বর শুক্রবার কায়সার হাসনাত সোনারগাঁয়ের কাচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাঠ চষে বেড়িয়েছেন। ভোটারদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন। কাচপুুরে তিনি গণসংযোগে নামার পর সাধারণ মানুষ তাকে দেখার জন্য সামনে চলে আসে। এখন পর্যন্ত কায়সার হাসনাতের দখলে রয়েছে নির্বাচনী মাঠ।
অপর দুই প্রার্থী মহাজোটের শরীক দল জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের মনোনিত বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা জোড়ালোভাবে মাঠেই নামতে পারেননি। এছাড়াও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানও জোড়ালোভাবে মাঠে নামতে পারেনি। তবে সোনারগাঁয়ের মানুষ বলছেন-এ আসনে ধানের শীষ প্রতীকের সঙ্গে সিংহ প্রতীকের প্রার্থী কায়সার হাসনাতের হবে মুল লড়াই। এদের ছাড়াও আরও প্রার্থী থাকলেও তাদের নিয়ে ভোটারদের তেমন আগ্রহ এখন পর্যন্ত দেখা যাচ্ছেনা।