সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার হেলথ ফার্মেসীতে নিন্মমানের মিস ব্যান্ডেড ওষুধ বিক্রয়, ফ্রিজিং ওষুধ খোলা স্থানে রাখার অপরাধে অভিযান পরিচালনা করে এক ফার্মেসীর মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন উপজেলার ধামগড় ইউনিয়নের হেলথ ফার্মেসীতে এ অভিযান চালান।
এ সময় ফার্মেসী মালিককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন করেছে ভ্রাম্যমাণ আদালত। সাঁজাপ্রাপ্ত হলেন বন্দর থানাধীন গকুলদাসেরবাগ এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মোঃ মোশাররফ হোসেন।
সূত্র জানায়, কিছু অসাধু ফার্মেসীর মালিক দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের মাঝে নিম্নমানের, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির মাধ্যমে টাকা হাতিয়ে ব্যবসা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা উপজেলার হেলথ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন।
এ সময় নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয়, ফ্রিজিং ওষুধ খোলা স্থানে রাখার অপরাধে হেলথ্ ফার্মেসীকে ১ বছরের কারাদণ্ডাদেশ ও কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন বলেন, নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয় ও ফ্রিজিং ওষুধ খোলা স্থানে রাখার অপরাধে ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ধামগড় ফাঁড়ীর এসআই নাহিদ মাসুম ও এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।