সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ২৩টি মামলা দায়ের করা হয়। এ সংক্রান্তে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ২৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতভর জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ১৬ লিটার চোলাই মদ, ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়া ১৫টি জি.আর গ্রেপ্তারি পরোয়ানা, ১১টি সি.আর গ্রেপ্তারি পরোয়ানা, ৫টি সাজা পরোয়ানা তামিল করা হয়। জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়।
এখানে উল্লেখ্যযে, এর আগে টানা ৭২ ঘন্টা বিশেষ অভিযানে ১৮০জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।