সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের সাংগঠনিক পর্যালোচনা ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের চতুর্থ তলায় এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিবা খান, সাইফুল ইসলাম পটু, শেখ শামীম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লিংকন খান, ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, আনোয়ার হোসেন ইমরান, ফাহিম হোসেন, কার্যকরী সদস্য তাজুল ইসলাম, নিজামউদ্দিন, ডিকে মাহি, অ্যাডভোকেট কামাল হোসেন, হাফিজুল হক, রিপন সিকদার, সেলিম আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের কার্যকরী সদস্য হারুন অর রশিদ, মো: সালাউদ্দিন, জুম্মন সহ নেতাকর্মীরা।
সভায় আগত কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমূল পর্যায়ে কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের সাথে আজকের এই সভা। প্রতিটি নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আগামী দিনের সকল কমিটি সম্মেলন আয়োজনের মাধ্যমে গঠন করতে হবে। আর এভাবে প্রতিটি সংগঠন তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে হবে। দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে হলে এবং দেশে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠা করতে হলে বেগম জিয়াকে কারামুক্ত করার কোন বিকল্প নেই। বেগম খালেদা জিয়া মুক্তি পেলেই মুক্তি পাবে দেশের জনগণ, ফিরে আসবে হারানো গণতন্ত্র। তাই গণতন্ত্রের আপোষহীণ নেত্রী বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে হলে সকল জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলনের মাঠে ঝাঁপিয়ে পরতে হবে।