সোনারগাঁয়ে এমপিওভুক্ত হলো ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হলো ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। ২৩ অক্টোবর বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। ২৭৩০ এপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সোনারগাঁ উপজেলা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ তালিকার মধ্যে রাখা হয়।

নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ, কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজ, হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়, গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়, সোনারগাঁ আইডিয়াল স্কুল ও গঙ্গাপুর মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা।

এমপিওভুক্তির ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, সোনারগাঁয়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ওয়েবসাইডে অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। আবেদন করা এ সকল প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই করে উপজেলার ৬টি প্রতিষ্ঠান সহ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭৩০টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন।