তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ এসআই আজাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা বিভাগীয় রেঞ্জে মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাহসিকতার জন্য শ্রেষ্ঠত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও পুলিশের এসআই আবুল কালাম আজাদ।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেঞ্জ অফিসে অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে পুরষ্কার গ্রহণ করেন এসআই আবুল কালাম আজাদ।

এ বিষয়ে এসআই আবুল কালাম আজাদ বলেন, ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত হয়েছি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ক্লু-লেস মার্ডার মামলা তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামি গ্রেপ্তার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি ও অর্জন।

এ ছাড়াও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সঙ্গে তিনি বলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ থানার সুযোগ্য অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় আজকে আমার এই পুরস্কার প্রাপ্তির জন্য।

ওই সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোঃ আসাদুজ্জামান ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।