সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা বলেছেন, ৩ নভেম্বর জেলহত্যা দিবস। পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। পনের আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে এই কালো অধ্যায়টিকে স্মরণ করব।
নারায়ণগঞ্জ বন্দরের ছালেনগর এলাকায় তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২ নভেম্বর শনিবার বিকেল ৪টায় ছালেনগর এলাকায় তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন।
তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীল মোহাম্মদ পাঠানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রাশিদা বেগম, বন্দর থানা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি নুর জাহিদ বাদল, সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, বন্দর ইউনিয়ণ ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়েব মোহাম্মদ লিটন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাজমুল, মফিজুল ইসলাম, ইউসুফ মেম্বার, আজিজ ও শুক্কুর আলী প্রমূখ।