দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার বাসায় দফায় দফায় পুলিশ অভিযান চালিয়েছে। তবে ওই সময় কাউন্সিলর খোরশেদ বাসায় ছিলেন না।
কাউন্সিলর খোরশেদের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, গত তিন দিন যাবত সকাল দুপুর ও গভীর রাতে কয়েক দফা পুলিশ খোরশেদের বাসায় অভিযান চালিয়েছেন। তবে ওই সময় পুলিশ খোরশেদের পরিবারের লোকজনের সাথে অশোভন আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন। এছাড়াও মঙ্গলবার গভীর রাতে ও সকালে সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। ওই সময় তিনটি গাড়িতে করে পুুলিশ খোরশেদের বাসার সামনে অবস্থান। গত দিন যাবত খোরশেদের বাসায় পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন।
কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিক তালিকায় মনোনিত হয়েছিলেন। তবে চূড়ান্ত পর্যায়ে এখানে মনোনয়ন পান নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম। কাউন্সিলর খোরশেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাই।
গত ১৩ ডিসেম্বর শনিবার ফতুল্লা মডেল থানার একটি নাশকতার মামলায় আসামী করা হয় কাউন্সিলর খোরশেদকে। তবে তিনি নির্বাচনের আগে থেকেই বাড়ি ছাড়া। নারায়ণগঞ্জে গত দশ বছরে বিএনপির আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন কাউন্সিলর খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। প্রায় ৩০টির মত মামলায় আসামী হয়েছেন তিনি। কারাভোগ করেছেন বেশকবার। রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি পেটার শিকার হয়েছেন তিনি। গত দশ বছরের বেশির ভাগ সময় খোরশেদ বাড়ি ছাড়া আত্মগোপনে কখনওবা কারাগারে ছিলেন।