সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রকে আজ গলা টিপে হত্যা করা হয়েছে। কিন্তু গণতন্ত্র হলো উন্নয়নের পূর্বশর্ত। উন্নয়ন টিকিয়ে রাখতে হলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। সারা পৃথিবীতে কোথাও ভোটের আগের রাতে নির্বাচন হয়ে গেছে তা জানা নেই। পৃথিবীর সব দেশে ভোট হয় নির্বাচনের দিন আর আমাদের দেশের ভোট হয়েছে নির্বাচনের আগের রাতে। অতীতে কোন স্বৈরাচারী সরকার বেশি দিন টিকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না।
৯ নভেম্বর শনিবার বিকেলে আড়াইহাজার থানা শ্রমিকদলের আয়োজিত উপজেলার ইলমদি এলাকায় বিএনপির প্রয়াত নেতা এএম বদরুজ্জামান খান খসরুর বাসভবনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সভায় সভার সভাপতির বক্তব্য এসব কথা বলেন নয়ন মোল্লা।
নয়ন মোল্লা আরোও বলেন, দেশ আজ অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে। কেউ মুখ খুলতে পারবে না, মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু মানুষ একদিন ঠিকই খালেদা জিয়াকে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনবে। অতীতেও বাংলাদেশে স্বৈরাচাররা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ইনশাআল্লাহ এবারও স্বৈরাচারী সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবেই। আর আন্দোলনকে বেগমান করতে আমাদের একটা শক্ত প্লাটফর্ম এ থাকতে যা আড়াইহাজারের ভবিষ্যত কর্ণধার মাহমুদুর রহমান সুমন তৈরি করেছে। প্রয়াত খসরুর উত্তরসুরী তারই ছেলে সুমন আড়াইহাজার বিএনপির অভিভাবক। আমরা চাই আমাদের মধ্যে ঐক্য অটুট থাকুক এই প্রত্যয় নিয়ে সবাই একসাথে কাজ করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তাহলে আমরা জাতি বিভিন্ন হয়রানি থেকে নির্যাতন থেকে মুক্তি পাব।
ওই প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন এবং সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু।
এ সময় উপস্থিত ছিলেন- থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাসেম ফকির, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মোশারফ হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বুলবুল, ব্রাহ্মন্দ্রী ইউপি বিএনপির সভাতি সামছুল হক, সাধারণ সম্পাদক শামীম, গোপালদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল, জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ, সদাসদী ইউনিয়ন বিএনপির নেতা গাজী মাসুদ, গোপালদী ইউনিয়ন বিএনপি নেতা মাহামুদুর রহমান, বিশনন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম মেম্বার, জেলা যুবদল নেতা কামাল হোসেন, শরীফ, আল আমিন, থানা ছাত্রদল নেতা মোহাম্মদ তুষার, কাউসার, মোহাম্মদ সমির, থানা যুবদল নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আড়াইহাজার তাঁতী দলের আহ্বায়ক সামসুুল ইসলাম, গোপালদী শ্রমিক দলের নেতা শামীম সহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে কারাগারে থাকা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় এবং প্রয়াত বিএনপি নেতা এএম বদরুজ্জামান খান খসরুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পালন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন।