সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে ৪৮নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য চাঁন মিয়া।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নাসিক ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর দুলাল প্রধাণ বলেন, আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে। তোমরা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারলে হাইস্কুলেও ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। পরীক্ষার কেন্দ্রে কোন সমস্যা হলে দ্রুত নিরসনের জন্য যেকোন সহযোগীতায় আমি সর্বক্ষণ পাশে আছি ইনশাআল্লাহ।
এ সময় বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, একরামপুর ইস্পাহানী জামে মসজিদের সভাপতি মোঃ নুরুল ইসলাম (টেলু), বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের এসএমসি কমিটির সহ-সভাপতি নবী আউয়াল দেওয়ান, সদস্য শরিফ হাসান চিশতী, সানজিদা খানম স্বপ্না, যুবলীগ নেতা মোঃ মাসুম, শেখ মমিন, মাকসুদ, হোসেন, বাবু, ছাত্রলীগ নেতা মোঃ অপু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।