দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান রেজার নেতৃত্বে সমিতির আইনজীবীগণ ১৬ ডিসেম্বর রবিবার সকালে চাষাড়া বিজয়স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট শারমীন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, সাবেক আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আব্দুুল মান্নান, অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, অ্যাডভোকেট আল আমিন সবুজ, অ্যাডভোকেট আমেনা প্রধান শিল্পী ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনু সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণ।