সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে আড়াইহাজারে দশ হতদরিদ্র অটো রিক্সা চালককে বিনামূল্যে ব্যাটারি চালিত রিকশা (মিশুক) প্রদান করা হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চালোনোর পর ওইসব হতদরিদ্র চালকদের হাতে চাবি তুলে দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় দলীয় নেতাকর্মীরা তার উদ্যোগকে দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, পৌর মেয়র সুন্দর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল হক, মেসার্স আমির কনক্ট্রাশনের স্বত্ত্বাধিকারি ভিপি আমির হোসেন প্রমুখ।
এমপি নজরুল ইসলাম বলেন, এ অটো রিক্সার আয় দিয়ে প্রত্যেকেই তাদের পরিবারের দীর্ঘদিনের অভাব অনটন দুর করতে পারবে। পর্যায়ক্রমে হত দরিদ্র চালকদের মাঝে আরও অটো রিক্সা প্রদান করার কথাও বলেন তিনি।