সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় হাসপি আক্তার অপু নামে এক ৮ বছরের শিশু নিহত হয়েছে। এ সময় নিহতের ছোট বোন ৫ বছরের মানসুরা আক্তার গুরুতর আহত হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার বিকেলে বক্তাবলীর চরবয়রাগাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এদিকে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা অটোরিকশা আগুন পুড়িয়ে দেয়া। তবে ঘটনার পর পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
নিহত শিশু বক্তাবলীর রামনগর এলাকার আল আমিনের মেয়ে নিহত অপু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুটি শিশু তার বাবা মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকেলে দুটি শিশু রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাওয়ার সময়ে পেছন থেকে একটি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় হাসপি আক্তার অপু। আর সাথে থাকা ছোট বোন মানসুরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। আর ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ হতে মামলা না করার সুবাধে স্থানীয় লোকদের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।