সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, যে নেত্রী সারাটা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ শিকার করেছেন, আজ সেই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ অনৈতিক, অমানবিক এবং বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়া মুক্ত হলেই দেশের গণতন্ত্রের মুক্তি হবে। আজ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি চাই। তার মুক্তি হলে, সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি।
১৬ নভেম্বর শনিবার আড়াইহাজার উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি এএম বরুজ্জামান খান খসরুর ইলমদী বাসভবনে আড়াইহাজার ওলামাদলের আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন।
সুমন আরোও বলেন, সৈনিক জিয়া মহান। রাষ্ট্রনায়ক জিয়া মহত্তর। তিনি গণতন্ত্রের প্রাণপুরুষ। আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর ছিল সুদূরপ্রসারী দৃষ্টি। তিনি ছিলেন ভিশনারি এক স্বপ্নদ্রষ্টা। জিয়া জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্ত ভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি। মাত্র ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু সাধারণ মানুষ তার ওপর ছিল প্রচন্ড আস্থাশীল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ওপর মানুষের এই আস্থায় কোনো চিড় ধরেনি।
বিএনপির তারুণ্যের অহংকার তারেক রহমানের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের হৃদয়ে তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আগামীর বাংলাদেশের অন্যতম প্রধান মানুষ। বাংলাদেশের দুঃখী মানুষের সুখের বাহক তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ধারায় আধুনিকায়নসহ রাজনীতিতে নতুন দিকনির্দেশনা সৃষ্টি এ উপমহাদেশে দৃষ্টান্ত। তারেক রহমান বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের নিজস্ব সুখ সমৃদ্ধির চিত্র বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করার জন্য নিয়েছেন অন্যতম প্রধান ভূমিকা। তিনি আসবেন, তবে বীরের বেশে।
আড়াইহাজার থানা ওলামাদলের সভাপতি হাফেজ মো: নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন।
আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মো: মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ মিয়া, আড়াইহাজার থানা ওলামাদলের শাহজালাল হোসেন, যুবদল নেতা আশ্রাফুল ইসলাম আশ্রাফ, মো:রফিকুল ইসলাম, আবুল মিয়া, আলামিন হোসেন, জাকির হোসেন, ছাত্র নেতা মো: ইয়ামিন হাসান, মো: রিদম ভূইয়া প্রমূখ।
এখানে উল্লেখ্য যে, অনুষ্ঠান শুরু আগে প্রয়াত বিএনপি নেতা এএম বদরুজ্জামান খান খসরুর কবর জিয়ারত করে মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা।