সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট বরাদ্দ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে ১৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ আলাউদ্দিন।
১৭ নভেম্বর রবিবার বিকেলে সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় তার বাসভবনে কর্তৃপক্ষের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এদিন কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ, বঙ্গশাসন বায়তুল নূর জামে মসজিদের মেরামত, ফুলহর জামে মসজিদের মেরামত ও সংস্কার, মুরাদপুর বায়তুল্লাহ শরীফ জামে মসজিদের মেরামত ও সংস্কার, লালখারবাগ বাইতুশ শরীফ জামে মসজিদের মেরামত ও সংস্কারের জন্য প্রতিটিকে ২ লক্ষ টাকা করে এবং কুড়িপাড়া (কুটিরবন) জামিয়া হাবিবিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসা মেরামত ও সংস্কারে ৩ লক্ষ টাকা অনুদানের চেক সম্পৃক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করা হয়।
অনুদান বিতরণের সময় জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, জেলা পরিষদ সৃষ্টিলগ্ন থেকেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থেকে জেলা পরিষদ তার সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিচক্ষণ চেয়ারম্যান আনোয়ার হোসেনের দিক নির্দেশনা মোতাবেক সমগ্র জেলার বিভিন্ন প্রান্তে জেলা পরিষদ তার কাজের পরিধিকে বিস্তৃত রেখেছে। কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটির মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও স্কুলে আজ অনুদান দেয়া হলো, এ রকমভাবে ইতোপূর্বে কোটি কোটি টাকা সমগ্র জেলায় অনুদান দেয়া হয়েছে এবং সামনেও দেয়া হবে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ও ঐকান্তিক ইচ্ছায় আপনাদের সেবা দিতে পারছি। তাই শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন, তিনি যাতে দীর্ঘজীবী হন এবং বাংলার মানুষের কল্যাণে আজীবন কাজ করতে পারেন। তার পাশাপাশি স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতিটি সদস্যদের জন্যও দোয়া করবেন।
এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আলাউদ্দিনকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জেলা পরিষদের এই মহতি কর্মকান্ডে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।
এসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ রউফ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, অভিভাবক সদস্য মনিরুজ্জামান, লালখারবাগ বাইতুশ শরীফ জামে মসজিদের সেক্রেটারী আনিস, স্থানীয় শুক্কুর আলী, নবীর হোসেন, জাকির, শফিক, কুরবান, সোবহান, বঙ্গশাসনের হাসান আলী মুন্সী, আবুল হাসেম, আবদুর রব মুন্সী, আলী আজগড়, গিয়াস উদ্দিন, আবুল কাশেম, মুরাদপুরের আবদুস সালাম মাতবর, আবদুর রউফ, মোস্তফা মাতবর, স্থানীয় মজিবুর রহমান, ফজলুল হক, খলিল মিয়া, নুরুল ইসলাম, নাজমুল, মোঃ আলী বাচ্চু, আসাদুজ্জামান, কামরুল হাসান মিলন, মিজানুর রহমান বকুল, কবির হোসেন সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।