মানব রচিত তন্ত্র-মন্ত্র কখনও শান্তি দিতে পারেনা: ইসলামী আন্দোলন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৭ নভেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহর এলাকার নয়ামাটি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের দাওয়াতি কাজ করতে গিয়ে নতুন সদস্যদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মানব রচিত তন্ত্র-মন্ত্র কখনও শান্তি দিতে পারেনা। নৈতিকতাসমৃদ্ধ আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি প্রচলিত জ্ঞান-বিজ্ঞান চর্চা, কর্মমূখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সুশিক্ষিত, দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গণমানুষের মধ্যে সুসম্পর্ক ও সংহতি সৃষ্টির চেষ্টা চালাতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের যে পবিত্র দায়িত্ব রয়েছে; তা যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ এবং অর্থ সম্পাদক মাওলানা আমির হোসেন।