সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে পা রাখতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুউদ্দীন মাহামুদ দুলাল প্রধান যিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি পদে রয়েছেন।
নেতাকর্মীদের সূত্রে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অভিযোগ- আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণ নিয়ে নানা বির্তকের সৃষ্টি করছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
দলের সদস্য ফরম বিতরণের মাধ্যমে নিজের বলয় তৈরি করার মিশন নিয়ে কাজ করছে বলে প্রমাণ সহ ব্যাপক অভিযোগ রয়েছে। সদস্য ফরম বিতরণে ২৩নং ওয়ার্ড (বন্দর) প্রকৃত আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে দলে বিএনপির লোকদের হাতেও সদস্য ফরম দিয়েছেন। যা নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কোন প্রকার মতামত না নিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজের মনগড়া সদস্য ফরম বিতরণ করছে বলে অভিযোগ করেন মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান।
এ বিষয়ে দুলাল প্রধান বলেন, জাতির জনক শেখ মজিবুর রহমানের আদর্শের সংগঠন আওয়ামীলীগ। এটা কারো পৈত্রিক সম্পত্তি না। বিনাভোটে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসুস্থ্যতার অভিনয় করে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। ভোট যুদ্ধে বিজয়ী হলে তিনি বুঝতে পারতেন আওয়ামীলীগ একটি বৃহত্তম সংগঠন পৈত্রিক না। দেশে সদস্য সংগ্রহ চলছে। আনোয়ার হোসেন দলের গঠনতন্ত্র না মেনে ফরম দিচ্ছে নিজের মত করে। ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমি। আবার জনগণের ভোটে দুইবারের নির্বাচিত কাউন্সিলর। মহানগর আওয়ামীলীগের সভাপতি হয়ে তিনি যেগুলো করছে তা আর মানা হবে না। নিয়মের মধ্য থেকে সকল কিছু করতে হবে। অন্যথায় ২৩নং ওয়ার্ডে তাকে পা রাখতে দিব না।
দুলাল প্রধান আরও বলেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ভাই, মাহবুবুর রহমান কমলদের মত ত্যাগী রাজপথের কোন নেতাকর্মীকে না জানিয়ে তার মনগড়া কোন কিছুই আর সহ্য করা হবে না। জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে চ্যালেঞ্জ করে তিনি আরো বলেন, বিনা ভোটে আপনি চেয়ারম্যান। আপনি ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন। দেখবো জনগণ কাকে চায়।
২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামছুজ্জামান বলেন, মাত্র ৩টি সদস্য ফরমের বই পেয়েছি। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের কাছ থেকে ১৭ নভেম্বরও বই চেয়েছি পাইনি।
মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার মোবাইল নাম্বারে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।
মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, সদস্য ফরম নিয়ে আনোয়ার হোসেন রাজনীতি করছে। এটাকে পুজি করে নিজের বলয় তৈরি অপচেষ্টা চালাচ্ছে। যা ন্যাক্কারজনক ঘটনা। ২৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আলোচনা ছাড়া আর কোন সদস্য ফরম বিতরণ করতে দেয়া হবেনা। বর্তমান প্রেক্ষাপটে নাসিক ২৩নং ওয়ার্ডে সরকার দলীয় নেতাকর্মীদের রাজনীতির হাত পা বেধে আনোয়ার হোসেন যে খেলা খেলতে চাচ্ছে তার জবাব হবে কঠোর।