আড়াইহাজার বিএনপির নেতৃত্ব প্রত্যাশিরা ছিল না কর্মসূচি পালনে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আসতে ইতিমধ্যে আলোচনায় এসেছেন প্রায় এক ডজন নেতা। কিন্তু বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে দেখা গেল মাত্র এ পদ প্রত্যাশি নেতা দুজনকে। দুই নেতা একই পদ প্রত্যাশি হলেও এক সাথে আড়াইহাজার বিএনপির নেতাকমীদের নিয়ে কেন্দ্র ঘোষিত বিএনপির কর্মসূচি পালনে জেলা বিএনপির মিছিল ও সমাবেশে যোগদান করেছেন।

ছবি- ১৮ নভেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে নয়ন মোল্লা ও সালাউদ্দীন চৌধুরী সালামত ছাড়া আর কোন নেতৃত্ব প্রত্যাশি নেতাকে দেখা যায়নি।

জানাগেছে, ১৮ নভেম্বর সোমবার পেয়াজ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় যোগদান করেছেন আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। পুলিশি বাধায় পড়া এই কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামত। তারা দুজনই সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি হলেও নয়ন মোল্লার সম্ভাবনা সালামতের চেয়ে বেশি।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে আসতে আলোচনায় রয়েছেন আড়াইহাজার বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির, বিআরডিপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ মিয়া, বিএনপি নেতা গাজী এমএ মাসুদ, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ এবং অ্যাডভোকেট আজিজুল হক হান্টু সহ আরও বেশকজন। তবে এ আলোচনার বাহিরে নেই ডাকাতি মামলায় কারাগারে থাকা হাবিবুর রহমান হাবুও। এদের মধ্যে যদিও আনোয়ার হোসেন অনুকে সভাপতি ও আজিজুল হক হান্টুকে সেক্রেটারি করে জেলা বিএনপির সেক্রেটারির হাতে একটি প্রস্তাবিত কমিটিও জমা দিয়েছেন। আবার জুয়েল আহমেদ দাবি করেছেন সভাপতি কিংবা সেক্রেটারি যে কোন পদেই তিনি দায়িত্ব পালনে প্রস্তুত। কিন্তু শীর্ষ এসব পদ প্রত্যাশি নেতাদের সক্রিয়তা দেখা গেল না বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতেও।