নারায়ণগঞ্জে হার্ডলাইনে পুুলিশ, অবৈধ ১৭টি অটোরিক্সা আটক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এলাকায় অবৈধ অটোরিক্সা আটক অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এর পাশাপাশি যানজটমুক্ত শহর গড়ে তুলতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

১৯ নভেম্বর সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট এলাকা থেকে চাষাড়ায় রিক্সা লেনে রিক্সা ও বাস লেনে বাস চলাচলের নিয়মে জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। এ সময় শহরে অবৈধ চলাচলে অভিযোগে ১৭টি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়।

এ সময় জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) তাসনিম, টিআই ইন্সপেক্টর সোহরাব হোসেন, ইন্সপেক্টর জিয়া ও ইন্সপেক্টর শরীফের নেতৃত্বে প্রায় শতাধিক পুলিশ এই অভিযানে কাজ করে।

ইন্সপেক্টর তাসনিম জানান, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নির্দেশে শহরে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ এই অভিযান শুরু করেছে। এ সময় শহরে নিষিদ্ধ ব্যাটারী চালিত রিক্সা আটক অভিযান পরিচালনা করা হয়। শহরে কোন অটোরিক্সা চলাচল করতে দেয়া হবেনা। এই অভিযান অব্যাহত থাকবে, যানজটমুক্ত শহর গড়ে তোলা হবে।

পুলিশকে অর্থ দিয়ে শহরে অটোরিক্সা চলাচলের অভিযোগের প্রশ্নে তিনি বলেন, এমন কোন অভিযোগ আমাদের কাছে নাই। যদি কোন রকম এই রকম অভিযোগ করা হয়, তাহলে সাথে সাথে এ্যাকশন নেয়া হবে।