আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে: সুলতান মাহমুদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ নবাগত সদস্যদের উদ্দেশ্যে বলেন, মজুতদারী, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অশ্লীলতা ও বেহায়পনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সূরা আল ইমরানের ৮৫নং আয়াতে মহান রাব্বুল আলামীন বলেন-যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবনাদর্শ গ্রহণ করে তা কখনোই গ্রহণ করা হবেনা এবং পরকালে সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে। সকল প্রকার প্রলোভন ও ভয়কে পরিহার করে আন্দোলনের জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

২০ নভেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের চিটাগাংরোড এলাকায় থানা সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতী মাসের ২০তম দিনের দাওয়াত ও সদস্য সংগ্রহ প্রোগ্রাম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও উপস্থিত ছিলেন মহানগরের দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান এবং ১নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ওবায়দুল্লাহ।