‘সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এদেশের জনগণ’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে দেশের মানুষের কোন অধিকার নেই। এদেশের মানুষ ভোট দিতে পারেনা। মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। মানুষের বিচার পাওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে। এসব অধিকারের জন্য ৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলাম আমরা। কিন্তু আজকেও ভোটের জন্য, মানুষের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে।

তিনি বলেন, এই সরকার জনগণকে ভয় পায়। আর ভয় পায় বলেই যেহেতু বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে কথা বলেন, এ কারনে সরকার ভীতসন্তুস্ত হয়ে আদালতের উপর ভর করে একটি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। যা অন্তত হাস্যকর সাজা।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের বিষয়ে এই আলোচিত আইনজীবী নেতা আরও বলেন, আপনারা জানেন কুয়েত সরকার দুই কোটি টাকা দিয়েছিল জনগণকে সাহায্য সহযোগীতা করার জন্য। সেখানে বেগম খালেদা জিয়া ওই টাকার বিষয়ে কোন কিছুই জানেন না। এখনও সেই টাকা ব্যাংকে জমা রয়েছে এবং একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল, সেই ট্রাস্টের মাধ্যমে এখন টাকা ৬ কোটি টাকায় পরিনত হয়েছে। অথচ এই সরকার মিথ্যা অভিযোগের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। আজকে প্রায় ৬৯০ দিন যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫ বছর বয়স তার। আমি একজন আইনজীবী হিসেবে জানি যদি কোন ব্যক্তির সাজা হয়, সেই সাজার বিরুদ্ধে আপিল করা হয়, সেক্ষেত্র এক মাস কিংবা দুই মাস পর সে জামিন পেয়ে যায়। যে ধরণের মামলাই হোক, ৫ বছরের সাজা হলে হাইকোর্টে আপিল করলে সাথে সাথে জামিন হয়। সারাদেশের মানুষের জন্য এক আইন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ভিন্ন আইন! আজকে ছোট্ট একটি মামলায় ওই এপিলেট ডিভিশন যখন বেগম খালেদা জিয়াকে জামিন দিতে ভয় পাচ্ছে। কারন এই সরকার ইতিপূর্বে এদেশের প্রধান বিচারপতিকে যেভাবে টেনে হেছড়ে দেশ থেকে বিতারিত করেছে, সেই ভয়ে অন্যান্য বিচারপতিরা ভীত। যে কারনে আজকে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দিতে, মুক্তি দিতে ভয় পাচ্ছে।

সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে একটি কথাই বলতে চাই- মানুষের ধর্য্যরে একটি সীমা আছে। ১৯৭১ সালে পাকিস্তানীদের বিরুদ্ধে এদেশের মানুষ যে ঝান্ডা তুলে ধরেছিল এবং তাদেরকে কবর দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।

২০ নভেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় মহানগর মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ারের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন খান।

তিনি দেশের দ্রব্যমুল্যের বিষয়ে বলেন, দেশে আজকে দ্র্রব্যমূল্যের কি অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, আজকে এদেশের মানুষের সকল অধিকারগুলোকে ছিনিয়ে নেয়া হয়েছে। আজকে যেখানেই দেখেন, আওয়ামীলীগ নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। আজকে সকল টাকা আওয়ামীলীগের কিছু নেতাদের বাড়িতে কেন্দ্রভুত হয়েছে। দেশের মানুষ আজকে সুখে নাই। মানুষ আজকে বাজারে যেতে পারে না। বাজারে দ্র্রব্যমূল্য আজকে হুহু করে বেড়েছে। ক্রয়সীমা মানুষের সাধ্যের বাহিরে চলে গেছে। তাই আজকে এদেশের মানুষ আগামী দুই মাসের মধ্যে সরকারকে বিদায় করবে। আগামী দুই মাসের মধ্যে এই সরকারের বিদায় হবে। এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। এই সরকারকে দুই মাসের মধ্যে বিদায় করে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং মানুষের সকল অধিকার ফিরে আসবে।

তারেক রহমানকে তিনি মজলুম হিসেবে দাবি করে বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তারেক রহমান আজকে মজলুম। এই মজলুম নেতার জন্য আপনারা সকলে দোয়া করবেন। কারন আজকে মিথ্যা মামলা দিয়ে এদেশের একজন সন্তানকে বিদেশে থাকতে হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেইসব মামলা থেকে যেনো তিনি মুক্তি পান এবং এদেশের মানুষকে যেনো মুুক্ত করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারেন সেই দোয়া করবেন।

এর আগে তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিপুল পরিমান ভোট প্রদান করায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারিনি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়ার দিকে চেয়ে আমাকে আপনারা বিপুল পরিমান ভোট প্রদান করেছেন।

আলোচনা সভা শেষে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুছা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মীর আলমগীর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু ও বাস্তাহারা দলের কেন্দ্রীয় নেতা অপু রহমান প্রমূখ।