সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেছেন, তারেক রহমান মেজর জিয়াউর রহমানের সন্তান। তিনি এদেশের নাগরিক। তিনি তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাকে অন্যায়ভাবে বাংলাদেশের বাহিরে রাখা হয়েছে। এদেশের জনগণ এটা সহ্য করবে না। প্রশাসনের উপর ভর করে সরকার বেশি দিন টিকতে পারবে না। প্রশাসন চিরদিন কারো আপন থাকে না। আর এক সরকারও শেষ সরকার নয়। এই সরকার বাংলাদেশের শেষ সরকার নয়। এই সরকারের বিদায় হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। এদেশে যদি তারেক রহমানকে রাজনীতি করতে না দেয়া হয় তাহলে এদেশে তাদেরও চিরদিনের জন্য রাজনীতি বন্ধ হয়ে যাবে। তারেক রহমান এদেশের গণতন্ত্রের মুক্তি ঘটাবেন।
২০ নভেম্বর তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে এক বিবৃতিতে তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে গিয়ে এসব কথা বলেন সাগর প্রধান।
বিবৃতিতে সাগর প্রধান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, তিনি এদেশে রাষ্ট্রনায়ক ছিলেন। যখন বাংলাদেশের মধ্যে জাতি হামলার শিকার হয় তখন পাকিস্তানী হায়েনারদের বিরুদ্ধে প্রথম যেই বুলেটটি ছেড়েছিলেন সেই বুলেটটি ছেড়েছিলেন মেজর জিয়াউর রহমান। প্রথম যে প্রতিবাদ সেইদিন জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশে জিয়াউর রহমান কোন সাধারণ নেতা ছিলেন না। তিনি ছিলেন আন্তর্জাতিক মানের নেতা। ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছিলেন তিনি। যা তখন বিশ^ব্যাপী কোন নেতা পারেননি। জাতিসংঘ বন্ধ করতে পারেনি। জিয়াউর রহমান সার্কের মত সংস্থাকে প্রতিষ্ঠিত করেছেন। তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। আজকে অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। আর তাদেরই সন্তান তারেক রহমান।
একই সঙ্গে তিনি তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। সেই সঙ্গে কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।