তারেক রহমানের জনপ্রিয়তাকে সরকার ভয় পায়: ছাত্রদল নেতা আসাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিনে তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেছেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী আসাদুজ্জামান আসাদ। ২০ নভেম্বর এক বিবৃতিতে ছাত্রদল নেতা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা সরকার ভয় পায়। তারেক রহমান একদিন দেশের মানুষকে মুক্ত করবেন এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

বিবৃতিতে ছাত্রদল নেতা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেয়ার আগেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং চলতি বছর ১৯ মার্চ ৬ষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি আরোও বলেন, এর আগে ২০০৭ সালের ৭ মার্চ সরকার একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকার ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরো ১৩টি দুর্নীতির মামলা করা হয়। ওয়ান ইলেভেনে সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেপ্তারের পর নির্মম নির্যাতন করে। এক বছরের বেশি সময় কারাভোগের পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। চিকিৎসার সুবিধার্থে তিনি লন্ডনে সপরিবারে বাস করছেন। গত কয়েক বছরের মতো এবারও এই নেতার জন্মদিনটি সুদূর প্রবাসে চিকিৎসাধীন অবস্থায় তাকে পালন করতে হচ্ছে। আজ এমন মধুরতম দিনে মাতা বেগম খালেদা জিয়া কাছে নেই। ছোট ভাই আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন। কাছে নেই ঘনিষ্ঠ স্বজনরা। তবে তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা: জুবায়দা রহমান ঝুনু, একমাত্র কন্যা জায়মা রহমান।

জন্মদিন উপলক্ষে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আসাদুজ্জামান আসাদ তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সেই সঙ্গে কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করেন।