কাশিপুর আওয়ামীলীগ নিয়ে ষড়যন্ত্র: বিবৃতিতে ৩৫ নেতার প্রতিবাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগকে নিয়ে ষড়যন্ত্রে লীপ্ত হচ্ছে এমনটাই অভিযোগ করে দলের নেতারা। ষড়যন্ত্রকারীরা নিজেদের আওয়ামীলীগ নেতা দাবি করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ। এমনকি অপপ্রচারে তারা মিডিয়াকর্মীদের হাতিয়ার হিসাবে ব্যবহার করার অপচেষ্টা করছে। তবে যেসকল নেতাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই সকল নেতারা প্রকাশিত সংবাদের বিষয়ে কিছুই জানেন না এমনটাই জানিয়েছেন তারা। এছাড়াও প্রকাশিত সংবাদে অনেকের নাম উল্লেখ করা হয়েছে তাদের অনেকেই অসুস্থ্য এবং অনেকের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি।

এদিকে কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের পর কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলাল হোসেন প্রতিহিংসাবসত গুটিকয়েকজন পদ বঞ্চিত লোকদের নিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সাবেক কমিটির নেতাদের দলের শীর্ষ নেতাদের প্রতিপক্ষ বানিয়ে যে সংবাদ প্রকাশ করেছে সাবেক সেই নেতারাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। আর স্বাক্ষর করে করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন।

আর ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র নানা ধরনের অপপ্রচারে লীপ্ত হচ্ছে। তারা উদ্দেশ্যমূলকভাবে মনগড়া ভাবে আওয়ামীলীগের নেতাদের হেয়প্রতিপন্ন করার লক্ষ্য নোংরা খেলায় মেতে উঠছে।

প্রতিবাদ জানিয়েছেন, কাশিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মৃধা এবং সরদার নুরুউদ্দিন, ৩নং
ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন। তারা দুইজনই দীর্ঘদিন অসুস্থ রয়েছে। তারা কাশিপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের গঠিত কমিটি নিয়ে কোন সাংবাদিকের সাথে কথা হয়নি। তাদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুব হাস্যকর ব্যাপার।

একইভাবে প্রতিবাদ জানিয়েছেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহের আলী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মিন্নত আলী, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন মুকুল মুন্সি, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ১.২.৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন সানী, আওয়ামীলীগ নেতা স্বপন দাস, আব্দুল লতিফ খন্দকার, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়া, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা বেবি, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রতন মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (বর্তমান কমিটি) মশিউর রহমান মিঠু, ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ডা. নজরুল ইসলাম নজু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিব, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম, মো: মমিন মিয়া, কাশিপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা বেগম, কাশিপুর ইউনিয়ন মহিলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রেশমা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা ববি আক্তার।

তারা বরাত দিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরোধী গ্রুপ বানানোর চেষ্টা করছে নামধারী আওয়ামীলীগের কিছু লোক। এদের পিছনে পর্দার আড়ালে থেকে মিথ্যা অপপ্রচারে লীপ্ত রয়েছে। অথচ যেসকল ৪০/৪২ জন নেতাদের নাম উল্লেখ করেছে তাদের মধ্যে ৩৫জন নেতা প্রকাশিত সংবাদের কিছুই জানেন। তাদের সাথে কোন ধরণের আলোচনা হয়নি। আওয়ামীলীগের কিছু দুষ্টু লোক সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে ৩০ জন নেতা এমন অভিযোগ করেন।