সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলে ব্যাপক প্রভাব বিএনপি নেতা মোহাম্মদ শাহীনের। যদিও তিনি হজ পালনের পর নামের নামে হাজী শব্দটি ব্যবহার করেন। তার পর থেকে তাকে সবাই হাজী শাহীন হিসেবেই চিনেন। বিএনপি ক্ষমতায় না থাকলেও সরকারি দলের স্টাইলে তিনি চলছেন হরদম। এবার তিনি নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেট নির্বাচনে এমপি সেলিম ওসমান সমর্থিত প্যানেল থেকে বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে বিএনপির এই নেতা। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।
এর আগেও তিনি সরকারি দলের প্যানেল থেকে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে নির্বাচিত হন। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বেশকটি। ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। এর আগে তিনি শহর বিএনপির কমিটিতেও সহ-সভাপতি পদে ছিলেন। সরকারি দলের সঙ্গে রাজনীতি করে আসা এবং বিএনপির রাজনীতিতে না থাকলেও সম্প্রতি গঠিত মহানগর বিএনপির কমিটিতে তাকে সহ-সভাপতি করা হয়।
জানাগেছে, নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পর্ষদ ২০২০ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সমর্থিত প্যানেলের ১১ জনের মধ্যে ৮জন বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। নির্বাচনে পরিচালক পদে ৮ জনের বাইরে কেউ মনোনয়ন সংগ্রহ না করায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সংসদ সদস্য সেলিম ওসমান সমর্থিত প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহ-সভাপতি পদে ডাক্তার শফিউল আলম ফেরদৌস, সহ-সভাপতি পদে বিপ্লব সাহা।
এই প্যানেলের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে যাওয়া প্রার্থীরা হলেন- খাজা এবায়দুল হক টিপু, মোহাম্মদ শাহীন, সাইদুল্লাহ হৃদয়, এসএম শাহীন, কৌশিক সাহা, আশিকুর রহমান সুজন, ইব্রাহিম খলিল ও তোফাজ্জাল হোসেন মুকুল।
২৩ নভেম্বর শনিবার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১৪৫।
শুক্রবার রাতে সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ ক্লাবে তাঁর সমর্থিত প্যানেলের প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে বাকি ৩টি পদের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাওয়ার পরামর্শ দেন। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ ক্লাবের সাধারণ সদস্যদের এমপির সমর্থিত প্যানেলের বাকি প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান রাখেন।