মনোয়ার বেগমের পৌনে ৪ লাখ টাকা নিয়ে গেল জ্বিনের বাদশা, প্রতারক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কথাবার্তা বলে জি¦নের বাদশা পরিচয় দিয়ে ভিকটিম মনোয়ারা বেগমের কাছ থেকে বিকাশের মাধ্যমে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা এবং ২০ভরি স্বর্ণের গহনা অজ্ঞাত পরিচয়ে জ্বিনের বাদশা নিজেই হাতিয়ে নেয়।
ভিকটিম মনোয়ার বেগমের সাথে জি¦নের বাদশা ধর্মীয় উপদেশাবলী কথাবার্তার মাধ্যমে উক্ত টাকা ও স্বর্ণালংকার প্রতারণামূলকভাবে হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। এই ঘটনায় ভিকটিম মনোয়ারা বেগমের ছেলে ডাঃ মাহমুদুল হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

জেলা পুুলিশ জানায়, ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভাপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের ব্যক্তিগত তদারকি ও নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় এসআই মোবারক হোসেন এবং জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ মিজানুর রহমান তার টিম সহ যৌথ অভিযান পরিচালনা করে ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাতে প্রতারক জি¦নের বাদশা মুন্নাফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রতারক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার হযরত আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। উক্ত আসামির তথ্যমতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে জিনের বাদশার মূল হোতা জিনের বাদশা তৌহিদকে গ্রেপ্তার করা হয়। সে একই থানা এলাকার রামনাথপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। তাদের বন্দর মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও আসামী তৌহিদের তথ্যমতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে শনিবার সন্ধায় আসামী শিবু চন্দ্র মহত্তকেও গ্রেপ্তার করা হয়। সেও একই থানা এলাকার বোয়ালিয়া প্রধানপাড় গ্রামের ধীরন্দ্র নাথ মহত্তের ছেলে। তার কাছ থেকে আত্মাসাতকৃত ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তারা জি¦নের বাদশা পরিচয়ে পেশাদার প্রতারক চক্রের সদস্য। তারা একাধিক নিবন্ধনবিহীন ভুয়া আইডি দিয়ে সিম ব্যবহার করে জি¦নের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়।