না’গঞ্জে ৮টি উন্নয়ন প্রকল্প ও কমিউনিটি ব্যাংকের উদ্বোধন করলেন আইজিপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৮টি উন্নয়ন প্রকল্ড কমিউনিটি ব্যাংকের উদ্বোধন করেছেন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী। ২৮ নভেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে জেলা পুলিশ নারায়ণগঞ্জের ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

এ সময় তিনি পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ মাঠে ফিতা এবং কেক কেটে প্রকল্প সমূহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রকল্পগলো হলো- পুলিশ লাইন্স ব্যারাক, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ, সিদ্ধিরগঞ্জ থানা ভবন, ফতুল্লা মডেল থানার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ, গোপালদী তদন্ত কেন্দ্র ভবন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স আবাসিক টাওয়ার নির্মাণ কাজ ও পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল।

পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পঞ্চবটিতে আধুনিক ব্যাংক সেবাকে সহজলভ্য করতে আকবর টাওয়ার, হরিহর পাড়া, এনায়েত নগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পঞ্চবটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
ব্যাংকের গ্রাহকবৃন্দ, পরিচালকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভাবমুর্তি রক্ষায় যেভাবে পুলিশ বাহিনী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছে ঠিক সেভাবেই ব্যাংক সেবায় শৃঙ্খলা, স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কমিউনিটি ব্যাংক অতি দ্রুত দেশের সবচেয়ে আস্থাশীল ব্যাংকে পরিণিত হোক এ আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, মোঃ আব্দুস্ সালাম, ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা পুুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, র‌্যাব-১১ এর অধিনায়ক মোঃ রেজাউল হক সহ বাংলাদেশ পুলিশ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।