সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কলকাতার রানাঘাটের রেলস্টেশনে বসে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি খালি গলায় গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান রানু মন্ডল। তার কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে দিয়ে বলিউড সিনেমা ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এ একাধিক গান গাইয়েছেন গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া। এরপর আরও নামডাক ছড়িয়ে পড়ে রানু মন্ডলের।
কিন্তু বলিউডে এত নামকরা গায়ক-গায়িকা থাকতে রানুর মতো একজন অপেশাদার শিল্পীকে দিয়ে কেন সিনেমায় গান গাওয়ালেন হিমেশ। রবিবার কলকাতার এক ফাইভ স্টার হোটেলে সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্নই করা হয় ‘আশিক বানায়া আপনে’ খ্যাত হিমেশকে। উত্তরে তিনি বলেন,‘আশাজির মতো কন্ঠ খুঁজছিলাম। সবাই তখন বলেছিলেন, পপের যুগে এসব পাওয়া যাবে না।’
হিমেশ বলেন, ‘এরপর একদিন টেলিভিশনের একটি শোতে রানুদির গান শুনি। ঠিক করি ওনাকে দিয়েই গাওয়াবো। রানুদির সঙ্গে যোগাযোগ করি। আমার স্টুডিওতে এসে কদিন তালিমের পর রেকর্ডিং হল। তবে হেডফোনে ওনার একটু সমস্যা হয়েছিল। কিন্তু রানুদি খুব দরদ দিয়ে গেয়েছেন। তার টানেই কলকাতায় ছুটে এসেছি।’
সোশ্যাল মিডিয়ায় রানুর গাওয়া গান শেয়ার করার পর ভিউয়ার্সের সংখ্যা দেখে তিনি চমকে উঠেছিলেন বলেও জানান হিমেশ। নতুন শিল্পীদের জন্য জনপ্রিয় এই গায়ক ও সংগীত পরিচালকের পরামর্শ, ‘পরিশ্রম করুন। সবার জন্যই একদিন সঠিক প্ল্যাটফর্ম আসবে। যেমন রানুদি পেয়েছেন।’
নতুন বছরে হিমেশের বহু প্রতিক্ষীত সিনেমা ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। রোমান্টিক কমেডি এই সিনেমা মুক্তি পাবে আগামী ৩ জানুয়ারি। এই সিনেমায় তার স্ত্রী খুবই সাহায্য করেছেন বলে জানিয়েছেন হিমেশ। আপাতত দেম চেঞ্জার ফ্রাইডের জন্য দিন গুনছেন তিনি।