সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ২৫ জানুয়ারি শনিবার সকালে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম সাইফউল্লাহ বাদল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এমএ সাত্তার, আশরাফুল আলম , বিশ্বাস লুৎফর রহমান, সরদার সালাউদ্দিন, দিপালী নাগ প্রমুখ।
এদিকে স্কুলের শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচনের সার্বিক তত্বাবধায়নে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন। আর নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র শাহেদ ইসলাম।
স্কুল সুত্রে জানা গেছে, ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচনে মেয়ে (প্রভাতী) ছেলে (দিবা) এর দুটি প্যানেলের ২৪ জন প্রার্থী অংশগ্রহন করে। শান্তিপূর্ণভাবে ৬ষ্ঠ হতে ১০ শ্রেণির শিক্ষার্থীরা আলাদা প্যানেলের প্রার্থীদের ভোটাররা ভোট প্রদান করে। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
ভোট গ্রহণ শেষে গননা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আর আর দুটি প্যানেলের ৮জন করে প্রার্থী নির্বাচিত হয়। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের সমর্থকরা স্কুল প্রাঙ্গনে আনন্দ মিছিল বের করে।