সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ২৮ ফেব্রুয়ারি একটি অরাজনৈতিক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত ৩১ জানুয়ারি শুক্রবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সাদিকুর রহমান শিমুল, নির্বাচন কমিশনার কৃষ্ণ কান্ত সাহা ও ইরফান উদ্দিন ভূঁইয়া দায়িত্ব পালন করছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগে এক বছর মেয়াদি কমিটি হলেও এবার থেকে ২ বছর মেয়াদ করা হয়েছে। যা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- জাগ্রত সংসদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাগীব হাসান ভূঁইয়া, ভারপ্রাপ্ত সভাপতি সাগর সাহা, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর সহ কমিটির ও সাধারণ সদস্যবৃন্দ।
তফসিলে ৬ থেকে ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র ক্রয়, ৭ থেকে ১০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দান এবং আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।