সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নাশকতার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি। ২০১৫ সালে ফতুল্লা মডেল থানা পুলিশ বিএনপির ৭৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তারাও আসামি হন।
৩ ফেব্রুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ হাজিরা দেন বিএনপির নেতাকর্মীরা।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৫ সালের ফতুল্লা মডেল থানার একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন রুহুল আমিন শিকদার ও মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতাকর্মীরা।
মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, বিএনপি নেতা ইউনুস মাস্টার, দেলোয়ার হোসেন, গোলজার হোসেন ও আফজাল হোসেন সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফতুল্লা থানাধীন অক্টো অফিসের সামনে আনন্দ পরিবহনে আগুন ও ভাংচুর করা হয় ঘটনায় এ মামলা দায়ের করা হয়।