সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রথমবারের মত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। সভাপতি নির্বাচিত হওয়ায় নারী আইনজীবীদের উদ্যোগে কেক কেটে উদযাপন করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি মোহসীন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারী আইনজীবীরা। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বার সভাপতি পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান নারী আইনজীবীরা।
ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, অ্যাডভোকেট কামরুন নাহার ময়না, অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, অ্যাডভোকেট ফাতেমা বেগম দোলন, অ্যাডভোকেট মাহফুজা আক্তার টুনি, অ্যাডভোকেট রোমানা আক্তার, অ্যাডভোকেট রেখা আক্তার সহ অন্যান্য আইনজীবীগণ।
এদিকে জানাগেছে, গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকরী পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।
গত ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জন আইনজীবীদের নির্বাচিত পরিষদ।
এই পরিষদে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকট হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া এবং কার্যকরী পরিষদ সদস্য পদে অ্যাডভোকেট অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর, অ্যাডভোকেট মোহাম্মদ আজিম ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান ও অ্যাডভোকেট কামরুন নেছা সুবর্ণা।